ঢাকা:
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর ফোর্টালেজাতের ফোরো দো গাগো নাইটক্লাবে সন্ত্রাসীদের গোলাগুলিতে ১৪ জন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
জানা য়ায়, শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোরের দিকে তিনটি গাড়িতে করে সশস্ত্র একটি দল নাইট ক্লাবটিতে হামলা চালায়। এই হামলায় আরও অনেকেই আহত হয়েছেন। এছাড়া হামলার ঘটনাটি প্রতিদ্বন্দ্বী দু’টি পাচারচক্রের বিরোধের সূত্র ধরেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে এক সংবাদ সম্মেলনে সিয়ারা প্রদেশের নিরাপত্তা সচিব আন্দ্রে কোস্তা বলেছেন, গোলাগুলির ঘটনায় ১৪ জন নিহতের হয়েছেন। আর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু তাদের সংখ্যা কতো হতে পারে সেটি তিনি নিশ্চিত করেননি।