আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সরকার ৫৩ জেলার ৩৮ হাজার ১০টি পরিবারের আবাসন ব্যবস্থা করার মাধ্যমে জীবিকায়ন নিশ্চিত করেছে।
সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী জানান, সারাদেশে গত ৮ বছরে মোট ৫৩টি জেলার ১৭১টি উপজেলায় ৫৩২টি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ৩৮ হাজার ১০টি পরিবারের আবাসন ব্যবস্থা করার মাধ্যমে জীবিকায়ন নিশ্চিত করা হয়েছে।