সারাদেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ বুধবার প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৪৩ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হবে। সবমিলিয়ে দেশের ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১০ কোটিতে পৌঁছবে। তালিকায় যুক্ত হওয়া নতুন ভোটাররা আগামী সংসদসহ সব ধরনের নির্বাচনে ভোট দিতে পারবেন।
ইসি সূত্রে জানা গেছে, এর আগে গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন খসড়া তালিকায় ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন ভোটার যুক্ত হয়েছিল। এছাড়া সারাদেশে জেলা-উপজেলা ও থানা পর্যায়ে দাবি আপত্তির পর আরো কিছু সংখ্যক ভোটার তালিকায় যুক্ত হন।
আরো জানা গেছে, খসড়া তালিকায় নতুন অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে ২০১৭ সালে হালনাগাদ কার্যক্রমে ৩৩ লাখ ৩২ হাজার ৭৪২ জন এবং ২০১৫ সালে আগাম তথ্য হতে ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন অন্তর্ভুক্ত হয়েছেন।
আর হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের মধ্যে নারী ভোটার ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন ও পুরুষ ১৬ লাখ ৩২ হাজার ৯৭১ জন। এ ছাড়া বছরের বিভিন্ন সময়ে ২ লাখ ৭০ হাজার ১৫৮ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।