• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ইনিংসে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। আর এটিই বাংলাদেশের পূর্বের অধিনায়কদের চেয়ে সবচেয়ে বেশি রান। বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে মাহমুদুল্লাহর চেয়ে বেশি রান করতে পারেননি আগের নয় দলপতি।
২০০০ সালে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাইমুর রহমান দূর্জয়। অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ইনিংসে ১৫ রান করেন দূর্জয়। এরপর ২০০১ সালে বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক হন খালেদ মাসুদ। নিজের অভিষেক ইনিংসে ৬ রান করেন তিনি। বাংলাদেশের তৃতীয় অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ইনিংসে ৬ রান করেন খালেদ মাহমুদও।
টেস্টে বাংলাদেশের প্রথম তিন অধিনায়কের মতো ভালো শুরু হয়নি চতুর্থ দলপতি হাবিবুল বাশারের। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ইনিংসে খালি হাতে ফেরেন তিনি। পরবর্তীতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
অধিনায়ক হিসেবে নিজেদের প্রথম ইনিংসে তাদের রান ছিলো যথাক্রমে- আশরাফুলের ৭, মাশরাফির ৩৯, সাকিবের ১৬, মুশফিকুরের ৬৮ ও তামিমের ৫ রান। তাই ২০০০ সালে টেস্টে পথচলা শুরুর পর বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে সর্বোচ্চ রান ছিলো মুশফিকুর রহিমের। ২০১১ সালে চট্টগ্রামের এই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রান করেছিলেন মুশি। এবার মুশফিকুরকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে সর্বোচ্চ রান করলেন মাহমুদুল্লাহ। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ