• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ছাড়িয়ে গেল আফগানিস্তান

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান সংহত করছে আফগানিস্তান। বিশেষ করে সীমিত ওভার ফরম্যাটে দলটি দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছে। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে আফগানরা। নবম স্থানে থাকা আফগানিস্তান র‌্যাঙ্কিংয়ে ওঠে এসেছে আট-এ।
সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার চেয়ে এক ধাপ নিচে থাকা আফগানিস্তানের ছিল ৮৬ পয়েন্ট। শ্রীলঙ্কার সংগ্রহে ছিল ৮৮। শারজায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে মোহাম্মদ নবীরা। এই স্টেডিয়ামেই ভালো রেকর্ড বজায় রেখে চলেছে আফগানরা। ১২টি ম্যাচে জয় পেয়েছে ৮টিতেই!
এদিকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অবশ্য আফগানদের পেছনে। র‌্যাঙ্কিংয়ে দশম স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল। তাদের রেটিং ৭৬ পয়েন্ট। আফগানিস্তানের পরবর্তী মিশন ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ