শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত চমক দেখিয়ে দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন। যুব বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে আইসিসির সেরা উদীয়মান তারকা হয়েছেন তিনি।
এছাড়া নতুনভাবে আরও কয়েকজন দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন। যার মধ্যে রয়েছেন আরিফুল হক, জাকির হাসান, আবু জাহেদ রাহি ও মেহেদি হাসান। আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মো. সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আবু জাহেদ রাহি, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন।