গতকাল রবিবার বিকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর উইলিয়াম মলারসহ দুই কর্মকর্তা। প্রায় আধাঘণ্টার বৈঠকে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাদের অবস্থান সম্পর্কে আলাপ করেন।
রুহুল কবির রিজভী জানান, কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থাসহ পুরো বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন।
মার্কিন দূতাবাস থেকে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে বিএনপির সঙ্গে সাক্ষাৎ হয়েছে।