বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আগামী জাতীয় নির্বাচনে আমরা খালেদা জিয়ার নেতৃত্বেই অংশ নেন। তাকে ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পূর্বঘোষিত এক ঘণ্টার মানববন্ধনে তিনি একথা জানান।
নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, আজকের মানববন্ধনে এই জনস্রোত থেকে আমাদের একটিই দাবি, খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।