যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট নিয়ে আশঙ্কার কিছু নেই, বরঞ্চ নতুন আশা জাগিয়েছে। বুধবার লন্ডনে দেয়া এক বক্তব্যে জনসন ব্রেক্সিট প্রশ্নে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
বরিস জনসন বলেন, অনেকে ব্রেক্সিটকে যুক্তরাজ্যের জাতীয়তাবাদী সিদ্ধান্ত মনে করছেন। মূলত এটি একটি ‘ইন্টারন্যাশনালিস্ট’ সিদ্ধান্ত। কেননা ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের কবজা থেকে ছুটে বিভিন্ন দেশের সঙ্গে ইচ্ছামাফিক বাণিজ্য ও চুক্তি করার সুযোগ পাবে যুক্তরাজ্য।
২০১৬ সালে অনুষ্ঠিত গণভোটে দেশটির ৫২ শতাংশ মানুষ বিচ্ছেদের পক্ষে ভোট দেয়। আর ৪৮ শতাংশ মানুষ ছিল বিচ্ছেদের বিপক্ষে। পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটের পক্ষে প্রচারণায় নেতৃত্ব দেন।