আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়া যদি অংশগ্রহণ করতে নাও পারেন, তার দল অংশগ্রহণ করবে। আজ শনিবার স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়া নির্বাচনে আসতে পারবেন কি-না, এ সিদ্ধান্ত কেবল আদালতই দিবেন। এখানে সরকারের কোন কিছুই করার নেই। বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া কারাগারে থাকলে বিএনপি আরও শক্তিশালী হবেন এবং এই শক্তিশালী বিএনপি নির্বাচনে প্রতিদন্দ্বিতায় আসুক এটি আওয়ামী লীগও চায়।
মন্ত্রী বলেন, বেগম জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি হাতে পেতে সরকার ধুম্রজাল সৃষ্টি করেছেন বলে বিএনপি নেতাদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ৬৩২ পৃষ্ঠার রায়ের কপি পেতে যুক্তিসংগত সময় লাগবে এবং যুক্তিসংগত সময়ের মধ্যে তারা রায়ের কপি পাবেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি. কম, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার ও আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।