বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামছে দলটি। এ উপলক্ষে আজ শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, এই গণস্বাক্ষর অভিযান চলতে থাকবে, যতদিন না খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসছেন। আপনারা আগামীদিনের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে রাজপথে নেমে আসবেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার সম্পূর্ণভবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের কোনো সমর্থন তাদের প্রতি নেই। জনগণের সমর্থন নেই বলে আজকে তারা তাদের সেই পুরনো যে কৌশল একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে দেশনেত্রী খলেদা জিয়াকে কারারুদ্ধ করেছে।
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল করবেন। কারও উসকানিতে কান দেবেন না। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের বিপ্লব আনতে সব শান্তিপূর্ণ কর্মসূচি সফল করবেন।’