ইরানের মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় ৬৬ জন যাত্রী নিয়ে একটি বিমান রবিবার বিধ্বস্ত হয়েছে। রাজধানী তেহরান থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুজে যাওয়ার পথে তেহরান থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণের সেমিরম শহড়ের কাছে পার্বত্য এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।
এটিআর-৭২-৫০০ বিমানটি আসেমান এয়ারলাইন্সের। বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এয়ারলাইন্সের মুখপাত্র মোহাম্মদ তাঘি তাবাতাবি বলেন, ওই প্লেন দুর্ঘটনায় বিমানে থাকা ৬৬ জন মানুষই নিহত হয়েছেন। বিমানে ৬০ জন যাত্রীর মধ্যে একজন শিশু। বাকী ছয়জন বিমানের ক্রু।
তিনি আরো জানান বিমানটি মাউন্ট ডেনায় উপর বিধ্বস্ত হয় যেটি ভূমি থেকে ৪৪০ মিটার উচ্চ।
জরুরি সেবার একজন মুখপাত্র বলছেন, ‘সব জরুরী সংস্থাকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।’ আলজাজিরা ও ইনডিপেনডেন্ট।