• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

প্রখ্যাত ফরাসী বেহালা বাদক দিদিয়ার লকউড মারা গেছেন

আপডেটঃ : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

প্রখ্যাত ফরাসী জাজ বেহালা বাদক দিদিয়ার লকউড রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। খবর বার্তা সংস্থা এএফপি’র।
লকউড তার মৃত্যুর আগের রাতেই প্যারিস জাজ ভেন্যু ব্যাল ব্লোমেটে বেহালা পরিবেশন করেন।
তার এজেন্ট বিবৃতিতে বলেন, ‘তার স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়-স্বজন, এজেন্ট, সহকর্মীদের পক্ষ থেকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে দিদিয়ার লকউডের আকস্মিক এই মৃত্যুর কথা জানানো হচ্ছে।’
অপর ফরাসী জাজ কিংবদন্তী গ্রাপেলির সঙ্গে একটি জাজ উৎসবে লকউড বেহালা পরিবেশন করেন। গ্রাপেলি ১৯৩৪ সালে জিপসী গিটার কিংবদন্তী দাঙ্গো রিনহার্দের সঙ্গে হট ক্লাব অব ফ্রেঞ্চ নামে একটি সঙ্গীত সংগঠন গড়ে তোলেন।
লকউড এরপর মাত্র ২০ বছর বয়সে ইউরোপীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পান। এর মাধ্যমেই মহান এই সঙ্গীত শিল্পির আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। তিনি বিশ্বজুড়ে ৪ হাজার ৫শ’ কনসার্ট করেন এবং তার ৩৫টির বেশি রেকর্ড বের হয়।
লকউডের স্ত্রী প্যাট্রিসিয়া পেটিবোন ফ্রেঞ্চ বারোক সঙ্গীত অনুবাদের জন্য সুখ্যাতি লাভ করেছেন। তিনি একজন সুকণ্ঠী গায়িকা। এই দম্পতি অতি সম্প্রতি একটি অ্যালবাম বের করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ