ভালোবাসার শক্তির কাছে সব বাধাই যেন পরাস্ত হয়। সেটা তামিমই আবার প্রমাণ করে দিল। আট বছরের তামিম ক্রিকেট ভালোবাসে অনেক। প্রিয় ক্রিকেটার আর কেউ নন বাংলাদেশ দলের দলের ড্যাশিং ওপেনার তামিন ইকবাল খান। তামিমকে দেখার জন্য ছোট্ট তামিমের সংগ্রামের কথা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
জানা যায়, প্রিয় খেলোয়ার তামিম ইকবালের প্রতি তামিমের ভালোবাসা সীমাহীন। তামিমকে এক নজর দেখার জন্য মিরপুর কাজী পাড়া থেকে শেরে বাংলা স্টেডিয়ামের সামনে এসে দাঁড়িয়ে থাকেন শিশুটি। কখন এক ঝলক তামিমের দেখা পাবেন। কিন্তু এই ভালো বাসার জন্য তাকে বেশ সংগ্রাম করতে হয়। মাঠে আসার জন্য বড় বোনের হাতে খেতে হয় মার। তবে বোনের সেই মার যেন ছোট্ট তামিমের ভালোবাসার কাছে পরাস্ত। হাজার মারলেও কাঁদতে কাঁদতে চলে আসে মিরপুর স্টেডিয়ামে। তামিম কে এক ঝলক দেখতে পারলে ভুলে যান সেই মারের ব্যথা।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টি-২০ ম্যাচে স্টেডিয়ামের সামনে আসে ছোট্ট তামিম। উদ্দেশ্য খেলা দেখা নয় তামিম ইকবালের সাথে দেখা করবে। তবে প্রতিদিন কার মত এই দিনও সেই বোনের হাতে মার খেয়ে অশ্রু ভেজা চোখ মুছতে মুছতে স্টেডিয়াম এর ২ নং গেটের সামনে দাঁড়িয়ে ছিলো।
পরে স্টেডিয়ামে কর্তব্যরত পুলিশের চোখে পড়ে । তারপর পুলিশ তার কাছে জিজ্ঞাসা করেন কেন কাঁদছে? এরপর ছেলেটি সব খুলে বলে। তখন পাশে থাকা খেলা দেখতে আশা দর্শকরা ছেলেটাকে তামিম ইকবালের কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। এরপর পুলিশরা ছোট্ট তামিমকে নিয়ে যাই প্রিয় ক্রিকেটার তামিম ইকবালের কাছে।
নিজের অন্ধভক্ত ছোট শিশুটির সংগ্রামের কথা শুনে তামিম ইকবাল শিশুটিকে জড়িয়ে ধরেন। আদর করে নিজের একটি জার্সি উপহার দেন। সে সঙ্গে তামিম শিশুটির বাসায় ফোন দিয়ে অনুরোধ করেন যেন ছোট তামিমকে আর না মারা হয়।