সিরিয়ার পূর্ব ঘৌতায় গত কয়েকদিনের ভয়াবহ বিমান হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল। এবার জাতিসংঘ এক প্রতিবেদনে বলছে, ওইসব রাসায়নিক অস্ত্র তৈরির সরঞ্জাম এসেছে উত্তর কোরিয়া থেকে। এর মধ্যে রয়েছে অ্যাসিড নিরোধী টাইলস, ভালভ এবং পাইপ। খবর বিবিসির।
যদিও সিরিয়া যুদ্ধ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ওই প্রতিবেদনটি এখনো প্রকাশ করেনি জাতিসংঘ। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের কয়েকজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞকেও সিরিয়ার সরকারি অস্ত্র তৈরি কারখানায় দেখা গেছে। সিরিয় সরকারি বাহিনী তাদের হামলায় ক্লোরিন গ্যাস ব্যবহার করছে বলে সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। তবে সেসব দাবি পুরোপুরি অস্বীকার করেছে দেশটির সরকার। এরপরই নর্থ কোরিয়া সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরির রসদ পাঠাচ্ছে বলে অভিযোগ উঠল।
নিউইয়র্ক টাইমস বলছে, নর্থ কোরিয়া সিরিয়াতে অবৈধ উপায়ে উচ্চ তাপমাত্রা ও অ্যাসিড নিরোধী টাইলস, ক্ষয়রোধী ভালভ এবং থার্মোমিটার পাঠিয়েছে এবং আরো পাঠাচ্ছে। এ ধরনের টাইলস সাধারণত সেসব ভবনে ব্যবহার করা হয় যেখানে রাসায়নিক অস্ত্র তৈরির কাজ চলে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০১৬ সালের শেষ থেকে ২০১৭’র শুরুর দিক পর্যন্ত নর্থ কোরিয়া থেকে চীনের একটি ট্রেডিং ফার্ম এমন পাঁচটি শিপমেন্ট পাঠিয়েছে। এমনই আরো অনেকগুলো শিপমেন্ট গত কয়েক বছরে সরবরাহ হয়েছে বলে দাবি করা হয় সংবাদ প্রতিবেদনটিতে। বিবিসি ও সিএনএন।