‘স্বপ্ন সীমাহীন’ শিরোনামের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নাগরিক টিভি। উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় সরাসরি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।
উদ্বোধনী আয়োজনের পর পরই পর্দায় থাকবে চারটি নাগরিক ধারাবাহিক। এগুলো হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক, আনিসুল হকের রচনায় আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’, মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।
চ্যানেলটিতে পর্যায়ক্রমে আরো থাকবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনেত্রীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিয়াল ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্নার কলাকৌশল এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণবিষয়ক গেইম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ নির্মিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’ সহ আরো নানান অনুষ্ঠান।
উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে টেলিভিশন চ্যানেলটি।প্রয়াত মেয়র, ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব আনিসুল হকের নেতৃত্বে প্রায় চার বছর আগে কার্যক্রম শুরু করে নাগরিক টিভি। তাঁর সহধর্মিণী, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকও শুরু থেকেই প্রতিষ্ঠানটির পরিকল্পনা নিয়ে কাজ করেন। ২০১৫ সালে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে যোগ দেন উপস্থাপক-নির্মাতা ডা. আব্দুন নূর তুষার। তাঁদের নেতৃত্বে বাণিজ্যিক সম্প্রচারের যাবতীয় কার্যক্রম চূড়ান্ত করে নাগরিক টিভি।