দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নন্দিত চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। তাঁর অভিনয় দিয়ে চিরদিন বেঁচে থাকবেন ভক্তদের মাঝে। প্রয়াত দর্শক নন্দিত এই নায়িকাকে শেষবার অভিনয় করতে দেখা যাবে ‘মেঘে ঢাকা শহর’ ধারাবাহিক নাটকে।
ধারাবাহিকটি রচনা করেছেন রুদ্র মাহফুজ ও পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ডা. এনামুল হক, ডলি জহুর, শম্পা রেজা, জিয়াউল ফারুক অপূর্ব, এফ এস নাঈম, আজমেরী হক বাঁধন, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম নাঈম, তানিয়া হোসেন, লুত্ফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, ডা. এজাজ, এফ এস নাঈম, তানভীর, রমিজ রাজু, কাজী উজ্জ্বল, মৌরি সেলিম, তিথি কবির, তানিন তানহা প্রমুখ।
টাইমস ইনভিশনের ব্যানারে নির্মিত নাটকটির সূচনা সংগীত লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ এবং কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও নির্ঝর। নাটকটি আজ থেকে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলার প্রচার হবে।