• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন

‘সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ না নিলে কিছুই করার নেই’

আপডেটঃ : শনিবার, ১৭ মার্চ, ২০১৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেশের জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে শনিবার দুপুরে আজিমপুর এতিম খানায় দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এতে কোন দল এলো বা না এলো তাতে আমাদের কিছুই করার নেই।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন দলবিহীন হবে না। আমরা কোন দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। কোন দল যদি নির্বাচনে না আসে তাহলে আমাদের কি করার আছে। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা আগামী নির্বাচন করবো। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। আমরা সংবিধানের বাইরে যাব না। সংবিধানের বাইরে যাবার সুযোগ আমাদের নেই। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান মেনে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ছাত্রলীগকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। ছাত্রলীগকে পাড়া-মহল্লার বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে রাজধানীর উইলিস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন মোহাম্মদ নাসিম। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আরিফুর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ