উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষাগুরু, জ্ঞানতাপস, সমাজ সংস্কারক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো প্রিন্সিপাল ইবরাহীম খাঁঁর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী মাসের শেষ সপ্তাহে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ও ইবরাহীম খাঁ ফাউন্ডেশন আলোচনাসভা এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, তিনি সাবেক এম এন এ, বঙ্গবন্ধুর শুভাকাঙ্ক্ষী এবং মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের দেয়া খেতাব “তমঘায়ে কায়েদে আজম” বর্জন করেন। তিনি টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত্ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। করটিয়ার এইচ এম ইনস্টিটিউশন, আবেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় তার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে।