তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো. নুরুল হক
প্রভাষক
মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
যে সকল হ্যাকার কোনো সিস্টেমের
উন্নতির জন্য উক্ত সিস্টেমের নিরাপত্তা ত্রুটিসমুহ খুঁজে বের করে
তাকে এথিকেল হ্যাকার বা
হোয়াইট হ্যাট হ্যাকার বলে।
প্রশ্নঃ স্প্রেডশিট প্রোগ্রাম কী? স্প্রেডশিট ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায় লিখ।
স্প্রেডশিট প্রোগ্রাম:
স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। স্প্রেডশিট ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ কাজটি সহজ ও সুন্দরভাবে করা যায়।
স্প্রেডশিট ব্যবহারের সুবিধা:
স্প্রেডশিট ব্যবহার করে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায়:
: দৈনন্দিন হিসাব সংরক্ষণ এবং বিশ্লেষণ করা যায়।
: হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়।
: সময় অপচয় রোধ করা যায়।
: প্রতিবেদন করা যায়।
: তথ্য সংরক্ষণ করা যায়।
: উত্পাদন ব্যবস্থাপনা করা যায়।
: বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করা যায়।
: তথ্যকে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করা যায়।
: সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা করা যায়।
প্রশ্ন: বিভিন্ন প্রকার হ্যাকার সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে লিখ।
হ্যাকার সম্প্রদায় নিজেদেরকে বিভিন্ন দলে ভাগ করে থাকে। তার মধ্যে বিভিন্ন প্রকার হ্যাকার সম্প্রদায় হলো:-
: হোয়াইট হ্যাট হ্যাকার
: ব্লাক হ্যাট হ্যাকার
: গ্রে হ্যাট হ্যাকার
হোয়াইট হ্যাট হ্যাকার: যে সকল হ্যাকার কোনো সিস্টেমের উন্নতির জন্য উক্ত সিস্টেমের নিরাপত্তা ত্রুটিসমুহ খুঁজে বের করে তাকে এথিকেল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার বলে।
ব্লাক হ্যাট হ্যাকার: ব্লাক হ্যাট হ্যাকার এর কাজ হচ্ছে অবৈধভাবে কোন ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেমে বা নেটওয়ার্কে প্রবেশ করে অসত্ উদ্দেশ্য সাধন করে। এজন্য এদেরকে আনএথিকেল হ্যাকার বা ব্লাক হ্যাট হ্যাকার বলে।
গ্রে হ্যাট হ্যাকার:গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকারও ব্লাক হ্যাট হ্যাকার এর মাঝামাঝি পর্যায়ভূক্ত। এই ধরনের হ্যাকাররা কখনও হ্যাকিং করে ভালো করার উদ্দেশ্যে আবার কখনো কখনো হ্যাকিং করে থাকে ব্যবহারকারীর ক্ষতি সাধন করার জন্য।