কোস্টারিকায় রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে এক ধর্ম প্রচারকের বিরুদ্ধে বিজয় প্রায় নিশ্চিত হওয়ায় ক্ষমতাসীন মধ্য-বাম দলের প্রার্থী কার্লোস আলভারাদো দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। নির্বাচন কর্তৃপক্ষ ভোট গণনা প্রায় সম্পন্ন করার পর একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল জানায়, নির্বাচনে ৩৮ বছর বয়সী সাবেক শ্রমমন্ত্রী আলভারাদো ৬০ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কট্টর রক্ষণশীল দলের প্রার্থী ফ্যাব্রিসিও আলভারাদো পেয়েছেন ৩৯ দশমিক ৩৩ শতাংশ ভোট। ৯০ শতাংশের বেশি বুথ ফেরত ভোটারের জরিপের ভিত্তিতে একথা জানানো হয়। এএফপি।