• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

৩২ ধারা নিয়ে সাংবাদিকদের আতঙ্কের কারণ নেই : আইনমন্ত্রী

আপডেটঃ : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারা নিয়ে গণমাধ্যমকর্মীদের কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংসদে এটি উত্থাপিত হয়েছে। এখন আইনের খসড়াটি সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে।
আজ মঙ্গলবার জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আদালত হচ্ছে বিচারপ্রার্থী জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। তারা যাতে স্বল্প খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার লাভ করতে পারে সেদিকে বিচারকদের খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, সংবিধান ও আইন অনুযায়ী প্রত্যেক বিচারকই স্বাধীন। তবে বিচার করতে গিয়ে কোনো পক্ষ যাতে অবিচারের শিকার না হয় এবং কোনোভাবে যেন অহেতুক হয়রানি ও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ