প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এসে সংস্কৃতিচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে তৃণমূল পর্যায়ে সংস্কৃতির বিকাশে কাজ করছে।
বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গানের স্কুল ‘সুরের ধারার’ রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে সংস্কৃতিকর্মীদের অবদান অনেক। সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। দেশকে এগিয়ে নিতে সংস্কৃতির প্রসার ঘটাতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে কোনোভাবেই জঙ্গিবাদের স্থান হবে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও বাংলাদেশ সফলভাবে তা মোকাবিলা করা হয়েছে। জঙ্গি দমনে আমরা বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছি। এ ধারাটি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো ভাবেই বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান না হয়।