খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম চলমান বোরো সংগ্রহে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘খাদ্য বান্ধব কর্মসূচি এবং আমন সংগ্রহ অভিযান সফলভাবে শেষ হয়েছে। সংগৃহীত চালের মানও খুব ভালো। এজন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তবে চলমান বোরো সংগ্রহে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি, অনিয়ম করলে প্রশাসনিক ব্যবস্থাসহ কঠিন শাস্তি প্রদান করা হবে।’
আজ রবিবার সকালে রাজধানীর আবদুল গণি রোডস্থ খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকগণসহ মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এ সভায় খাদ্যমন্ত্রী জানান, সরকারি গুদামগুলোতে বর্তমানে ১২ লাখ মেট্রিক টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। যা বিগত ২০ বছরের মধ্যে সর্বাধিক বলে তিনি উল্লেখ করেন ।
কামরুল বলেন, সরকার এবার ১ লাখ মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে এবং চাল কেজি প্রতি ৩৮ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি এবার প্রকৃতি বিরূপ হবে না’।