সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশের সকল শ্রমিকের ন্যায্য অধিকার প্রদানে আন্তরিক হতে সরকার, মালিক, বিনিয়োগকারীসহ সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন। তিনি মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার এক বাণীতে এ আহবান জানিয়ে আরো বলেন, এর মাধ্যমে শ্রেণিবৈষম্য দূর হয়ে শান্তিপূর্ণ ও উন্নত সমাজ হিসেবে গড়ে উঠবে।
তিনি বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে ঐক্য ও সংহতি প্রকাশ করে ‘মে দিবস’ এ দেশের সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, এদিন হলো মেহনতি মানুষের বিজয়ের, আনন্দ ও সংহতি প্রকাশের এবং ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণার দিন। একই সাথে এ দিনটি এক বেদনাময় স্মৃতির কথাও স্মরণ করিয়ে দেয়।
তিনি আরো বলেন, মে দিবসের শতাধিক বছরের ইতিহাসে শ্রমিকদের স্বার্থরক্ষার আন্দোলন অনেক চড়াই-উতরাই পেরিয়েছে। উন্নত অনেক দেশেই আজ শ্রমিক স্বার্থের বিষয়টি যথেষ্ট সুরক্ষা পেয়েছে। আন্তর্জাতিকভাবে আইএলও কনভেনশনসহ শ্রমিকদের অধিকার নিয়ে স্বীকৃত অনেক ব্যবস্থা গৃহীত হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো অনেক দেশেই এখনো শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টি কাঙ্খিত মানে পৌঁছায়নি।