অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’ চারটি বিভাগে পুরস্কার জিতেছে। রবিবার কলম্বোয় উৎসবের শেষ দিনে বিচারকদের রায়ে হালদা সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহ সংগীতের পুরস্কার জিতেছে।
উৎসবে এবার ২৬টি চলচ্চিত্র জায়গা পেয়েছে। এর মধ্যে তৌকীরের ‘হালদা’ ছবিটি ছাড়াও আমন্ত্রিত হয় আকরাম খানের ‘খাঁচা’ ও মোরশেদুল ইসলামের ‘আঁঁখি ও তার বন্ধুরা’।
পুরস্কার প্রাপ্তির খবরটি তৌকীর তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, তৌকীর আহমেদ চারটি ট্রফি বুকে আগলে রেখেছেন। এই উৎসবের গত আসরেও তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিল।