জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ইমন এর আগে চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও এবারের ঈদে তারা দুজন একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। রাজিবুল ইসলাম রাজিবের নির্দেশনায় ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’ টেলিফিল্মে অভিনয় করলেন এই জুটি। টেলিফিল্মটি ঈদে চ্যানেল আইতে দেখানো হবে।
সম্প্রতি পূর্ণিমা ও ইমন টেলিফিল্মটির শুটিং শেষ করেছেন। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘রাজিব ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তার গল্পটা খুব ভালো হয়। যে কারণে গল্পের প্রতি এক ধরনের ভালোলাগা নিয়ে কাজ করা যায়। আর ইমনের সঙ্গে গত বছর ঈদে একটি কাজ করেছিলাম। তবে সেটি প্রচার হয়নি। এবারের ঈদে আমাদের দুটো কাজই প্রচারিত হবে।’
পূর্ণিমার বিপরীতে ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’ টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘রাজিব ভাই বেশ গুণী একজন নির্মাতা। তার নির্দেশনায় আমি এবং পূর্ণিমা অনেক ভালোলাগা নিয়ে কাজটি করেছি। পূর্ণিমার সঙ্গে কাজ করাটা সবসময়ই আমি ভীষণ উপভোগ করি।’
উল্লেখ্য, পূর্ণিমা ও ইমন প্রথম একসঙ্গে দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় ‘সবাই তো ভালোবাসা চায়’ চলচ্চিত্রে অভিনয় করেন।