জাতীয় সংবাদ | তারিখঃ জুন ১১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 474 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় চার দিনের সফর শেষ করে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার উদ্যেশে টরন্টো ত্যাগ করবেন।
তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত আমন্ত্রণে কুইবেকে ৪৪তম জি-৭ সম্মেলনে যোগ নেন। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেল জুলি পেয়েট্টির দেয়া নৈশভোজে অংশ নেন। রোহিঙ্গাদের নিয়ে চার দফা পেশ করেন, বৈঠক করেন জাস্টিন ট্রুডোর সঙ্গেও।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় টরন্টো মেট্রো কনভেনশন সেন্টারে তাকে দেয়া এক সংবর্ধনা অংশ নেন। দেশে ফেরার আগে কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রে, কানাডার সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন এবং কমার্শিয়াল কো-অপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকির সঙ্গে বৈঠকে মিলিত হন।
Leave a Reply