২০১৪ ব্রাজিল বিশ্বকাপে টিকিট কেলেঙ্কারির অভিযোগ প্রমানিত হওয়ায় ক্যারিবিয়ান ফুটবল প্রধান ভেনল্ড কুম্বসকে সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
সেইন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাডাইনস ফুটবল ফেডারেশনের প্রধান কুম্বসকে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৪০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘তদন্ত কমিটি পর্যালোচনা করে জানিয়েছে কুম্বস ফেডারেশনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে যে সমস্ত টিকিট নিয়েছিল সেগুলো সে বিক্রি করেছে যা নৈতিকতা বিরোধী। ফিফার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে তার জন্য যে টিকিটগুলো বরাদ্দ ছিল সেগুলো সে অবৈধভাবে অন্যদের কাছে বিক্রি করেছে।’