১৯৮১ সালের ৭ জুলাই ঝাড়খন্ড রাজ্যের একটি প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করেছিরেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (মাহি)। আজ শানিবার ৩৭ বছরে পা দিলেন তিনি। ১৪ বছর আগে ভারতীয় দলের ড্রেসিংরুমে এসেছিলেন লম্বা চুলওয়ালা এক তরুণ। তারপর ধীরে ধীরে ভারতীয় দলের অন্যতম মহীরূহ হয়ে উঠেন তিনি।
জন্মদিনের আগের দিনটায় অবশ্য ভারতীয় দল তাকে জয় উপহার দিতে পারল না। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠলেন মাহি। শেষ ওভারে ২২ রান তুলে ভারতের স্কোর ১৪৮-এ পৌঁছে দিলেন তিনি। ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকলেন তিনি। কিন্তু এই সামান্য রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। এ ম্যাচ দিয়ে ভারতের হয়ে ৫০০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়ার বিরল কৃতিত্ব অর্জন করল এম এস ডি।
ম্যাচের পর অবশ্য সহ খেলোয়াড়রা উৎসবের সঙ্গেই ধোনির জন্মদিন পালন করলেন। কার্ডিফের হোটেলে দলের সহ খেলোয়াড়, স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার উপস্থিতিতে কেক কাটলেন ধোনি। ওই অনুষ্ঠানে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী বলিউড সুন্দরী আনুষ্কা শর্মা।
এদিকে ধোনির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট খেলোয়ার, ভক্ত, সমর্থক, সংগঠকসহ নানা শ্রেনী পেশার মানুষ। সামাজিক মাধ্যমে তারা ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।