পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়ে শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার হল্যান্ডের আমস্টারডামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামা পাপুয়া নিউগিনিকে মেয়েরা হারিয়েছেন ৮ উইকেটে।
টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। সালমাদের নিয়ন্ত্রত বোলিংয়ে ২০ ওভারে ছয় উইকেটে ৮৪ রান করে পাপুয়া নিউগিনি। বেরু ফ্রাঙ্ক সর্বোচ্চ ২৭ ও তানিয়া রুমা অপরাজিত ২৩ রান করেন। ১৫ রান খরচায় দুটি উইকেট নেন পান্না ঘোষ। এছাড়া সালমা, জাহানারা, ফাহিমা ও রুমানা একটি করে উইকেট নেন।
৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান। উদ্বোধনী জুটিতে এ দুজন করেন ৪১ রান। এরপর ১৫ রান করে আয়েশা রহমান ফিরে যান। আর শামীমা করেছেন ইনিংস সর্বোচ্চ ৩৫ রান। এ দুজন আউট হলেও ফারজানা হক ১৭ ও নিগার সুলতানা ১১ রানে অপরাজিত থাকেন।
গ্রুপ ‘এ’-তে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল স্বাগতিক হল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ।