বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন রায়ান কুক। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকান এই কোচকে নিয়োগ দেওয়ার সংবাদ জানিয়েছে বিসিবি। আগামীকাল শুক্রবার জ্যামাইকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি। বিসিবি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রায়ান কুকের সঙ্গে চুক্তি করেছে।
বর্তমানে কেপটাউনে গ্যারি কার্স্টেনের ক্রিকেট একাডেমির হেড কোচ ও হাই পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করছেন রায়ান। এছাড়া বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সহকারী কোচ, ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
গত মার্চে বাংলাদেশের ফিল্ডিং কোচের পদ থেকে সরে দাঁড়ান রিচার্ড হ্যালসল। তার জায়গায় সর্বশেষ আফগান সিরিজ ও চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশীয় কোচ সোহেল ইসলাম ফিল্ডিং কোচের পদে কাজ করছেন।