শেষপর্যন্ত ফ্রান্সের ঘরেই গেল ফুটবল বিশ্বকাপ। সেই সাথে সমাপ্তি ঘটলো একমাস ব্যাপী এই মর্যাদার লড়াইয়ের। তবে একটা কষ্ট হয়ত আজীবন বুকে ধারণ করে পথ চলবে এবারের আসরের সেরা খেলোয়াড় লুকা মদ্রিচ। কারণ স্বপ্নপূরণের হাতছানি দেখেও পারলেন না তারা। তবে এই বিশাল মঞ্চে ফাইনালই কম কি?
ম্যাচ শেষে মদ্রিচ বললেন, ‘আমি দলের অর্জনে গর্বিত, আমরা সবাই গর্ব নিয়েই দেশে ফিরছি। তবে ফাইনালে হারাটা মেনে নেয়া কঠিন। এত কাছে এসেও যদি খালি হাতে ফিরতে হয়, সেটা কষ্টের। আমরা শেষ পর্যন্ত লড়েছি, হার মানিনি। বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি, আমরা আরো বেশিকিছু পাওয়ার যোগ্য। তবে সবসময় সেরা দল ট্রফি জেতে না, এটাই ফুটবল। এটা মেনে নিয়েই আপনাকে বিশ্বকাপে খেলতে হবে।’
গতরাতে ফাইনালে ৪-২ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা খেতাব অর্জন করলো ফরাসিরা।