মাত্র তিন দিনের মতো হলো ইতালিতে পা রেখেছেন রোনালদো। এর মধ্যে পর্তুগালের এ তারকার বদৌলতে লাভের মুখ দেখতে শুরু করেছে ইতালির পেশাদার ফুটবল ক্লাব জুভেন্টাস। ক্লাবটি ইতিমধ্যে বাংলাদেশী টাকায় আয় করেছে ৫২৩ কোটি টাকা।
রোনালদো ইতালির ক্লাবে পা দিতেই সিআরসেভেন জার্সির চাহিদা ব্যাপক বেড়ে যায়। ক্লাবটি জানায় তারা ইতিমধ্যে ৫ লাখ ২০ হাজার জার্সি বিক্রি করে ফেলেছে। জুভেন্টাসের প্রধান স্পন্সর ‘এডিডাস’ও মাত্র এক ঘন্টায় ক্লাবটির ২০ হাজার জার্সি বিক্রি করেছে।
জুভেন্টাসের কর্মকর্তারা জানায়, ২০১৬ সালে তারা প্রায় ৮ লাখ জার্সি বিক্রি করেছিলো। এবার তারা আশা করছে অতীতের সব রেকর্ড ভাঙবে। বাংলাদেশী টাকায় জুভেন্টাসের প্রতিটি জার্সির দাম প্রায় ১০ হাজারের মতো। তবে রেপ্লিকা হলে দাম পড়ে প্রায় ৪ হাজার।
পর্তুগিজ এ তারকাকে ক্লাবে নিতে জুভেন্টাসের রিয়ালকে দিতে হয়েছে ১০ লাখ ইউরো। ৪ বছরের চুক্তিতে রোনালদো নিবে ১২ লাখ ইউরো।