সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে দারুণ সাফল্য পেয়েছে রাশিয়া। শুধু আয়োজক হিসেবে নয় মাঠের খেলাতেও ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে তারা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে পৌঁছে দেওয়ার সিংহভাগ কৃতিত্ব ছিল দলের প্রধান কোচ স্তানিসলাভ চেরচেসভের। আর তার পুরস্কার হিসেবে শুক্রবার চেরচেসভের চুক্তির মেয়াদ দুই বছর বৃদ্ধি করেছে রাশিয়া।
নতুন চুক্তি অনুযায়ী ৫৪ বছর বয়সী চেরচেসভ ২০২০ পর্যন্ত রাশিয়া দলের সাথেই থাকছেন। ২০২০ ইউরোতে রাশিয়া চেরচেসভের অধীনেই মাঠে নামবে।
বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও বিশ্বের সবচেয়ে নীচু র্যাঙ্কিংয়ের দল হিসেবে মাঠে নেমেছিল রাশিয়া। প্রত্যাশার বাইরে গিয়ে তারা নক আউট পর্ব নিশ্চিত করে। গ্রুপ পর্বে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে উড়িয়ে দিয়ে মোহামেদ সালাহর মিশরকেও পরাস্ত করে। এরপর ২০১০ বিশ^কাপ জয়ী স্পেনকে শেষ ১৬’র ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করে একইভাবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।
বিদায়ের পরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং চেরচেসভকে অভিনন্দন জানান। এখন তার সামনে চ্যালেঞ্জ দুর্দান্ত পারফর্ম করা রাশিয়ন বর্তমান দলটির এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখা।
এ সম্পর্কে চেরচেসভ বলেছেন, ‘রাশিয়ান দলের সাথে কাজ চালিয়ে যেতে পারার সুযোগ পেয়ে আমি দারুন আনন্দিত। দলীয় পারফরমেন্সে দিক থেকে পুরো দলের মান এখন অনেক উঁচুতে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমি জানি এক্ষেত্রে আমার দায়িত্ব ও করণীয় কি। সকলে একত্রিত হয়েই এই মান ধরে রাখার চেষ্টা করবো।’