ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতলো সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুই টি-২০ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। সিরিজ জয়ে দলের পারফরমেন্সের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ সেরা খেলোয়াড় সাকিব বলেন, ‘ছেলেদের কাছ থেকে অবিশ্বাস্য পারফরমেন্সই পেয়েছি। প্রথম ম্যাচ হারের পর আমরা সেরা পারফরমেন্স দেখিয়েছি। সবার বিশ্বাস ছিলো, আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছি এবং আমার সেরা পারফরমেন্সই প্রদর্শন করেছি। এমনকি যারা খেলতে পারেনি, তারা দলের জন্য সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছে।’
টি-২০ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৩ রান করেছেন তিনি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন তিনি। তাই সিরিজ সেরা হন সাকিব। ফলে নিজের পারফরমেন্সেও খুশী সাকিব, ‘আমার মনে হয়, পুরো সিরিজেই আমি ভালো ব্যাট করেছি। আমি ভালোভাবে ব্যাট করতে পেরেছি, যা আমাকে ভালো বোলিং ও ভালো অধিনায়কত্ব করতে সহায়তা করে।’
টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৩-৪ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো করছি। এই সিরিজ জয় আমাদের এখন সাহস জোগায় যে, আমরা টি-২০ সিরিজেও ভালো পারফরমেন্স করতে পারি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই সিরিজ থেকে আবারো প্রমাণিত হলো যে, টেস্ট ক্রিকেটে উন্নতির প্রয়োজন রয়েছে বাংলাদেশের। এমনটা মনে করেন সাকিবও। তিনি বলেন, ‘আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে আরও কাজ করতে হবে। দেশের মাটিতে ইতোমধ্যে টেস্ট ফরম্যাটে আমরা সেরা পারফরমেন্স করেছি। এখন আমাদের বিদেশের মাটিতে জিততে হবে।’
এদিকে, তৃতীয় টি-২০ শেষেও ফ্লোরিডার ক্রিকেটপ্রেমিদের প্রশংসা করেছেন সাকিব। তিনি বলেন, ‘আমরা কখনও অনুভব করিনি দেশের বাইরে খেলছি। এখানকার ভক্তদের ধন্যবাদ দিচ্ছি। তারা দ্বাদশ খেলোয়াড়ের মত কাজ করেছে।’