• মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

রানওয়েতে বিমান দুর্ঘটনায় নিহত ৮৫ যাত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে পৌঁছেছে। দেশটির ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, জরুরি সংস্থার কর্মীরা বিমানের পেছনের অংশে থাকা যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন।

ইয়োনহাপ জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত ৬২ জনের মধ্যে ৩৭ জন নারী এবং ২৫ জন পুরুষ রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয়। এরপর সামনের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ