সম্প্রতি বলিউড নায়িকা আনুশকা শর্মাকে ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে এক ছবিতে দেখা যায়। আর এ ছবি ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই বলিউড নায়িকা। খবর হিন্দুস্তান টাইমসের।
ছবিটি লন্ডনে ভারতীয় হাই কমিশনারের ভবনে সম্প্রতি তোলা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) টুইটার পেজে এ ছবি শেয়ার করা হয়।
আর এতে সমালোচনার শিকার হন বলিউডের জনপ্রিয় এ নায়িকা। অনেকে সমালোচনা করে লিখেছেন, বিরাট কোহলি ছাড়া বাকি সবাই এখানে অবিবাহিত।
কেউ লিখেছেন, ‘আনুশকা শর্মা আমাদের দেশের ফার্স্ট লেডি!’ কেউ লিখেছেন, ‘আনুশকা শর্মাকে পরবর্তী টেস্ট ম্যাচের জন্য নেওয়া হয়েছে!’
অনেকে অভিযোগ করে বলেন, আমি শুনেছি ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি খেলার সময় খেলোয়াড়দের স্ত্রীদের সঙ্গে নিতে নিষেধ করেছেন। তাহলে ভারতীয় ক্যাপ্টেন কেন এ কাজ করলেন। আইন সবার জন্য সমান।
এখন পর্যন্ত বিরাট কোহলি ও আনুশকা শর্মার তরফ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।