• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

এন্ড্রু কিশোরের গানে মিউজিক্যাল ফিল্ম ‘সকালে আঁধার’

আপডেটঃ : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

এন্ড্রু কিশোরের গানে মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম ‘সকালে আঁধার’-এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ফিল্মটির গানের কথা ও সুর করেছেন অতনু তিয়াস। সঙ্গীত পরিচালনায় অটমনাল মুন এবং ডিওপি ছিলেন হোসাইন আরমান।
এতে অভিনয় করেছেন জুয়েল জহুর, লাবন্য লিসা ও এরশাদ মণ্ডল। গাজীপুরের বাজার এলাকায় গত মাসে ফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এ ফিল্মটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
তিনি বলেন, এ ফিল্মে একটি প্রেমের গল্প বলা হয়েছে। তরুণ্যদীপ্ত প্রেমকাহিনি প্রতিটি পদে পদে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সামনের দিকে এগুতে থাকা এ কাহিনিচিত্রের শেষে দর্শকদের জন্য রয়েছে চমক। আমার প্রতিটি কাজের মতো এটিও একটি ব্যতিক্রমী নির্মাণ হবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ