ইংলিশ প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচ হেরে শুরুতেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির কোচ হোসে মোরিনহোর ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে সংশয়। অথচ মরিনহো দাবি করছেন, সর্বকালের অন্যতম সেরা কোচ তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিরুদ্ধে ম্যাচের আগে মরিনহো সাংবাদিকদের বলেছেন, ‘আমি শুধু বিশ্বের অন্যতম সেরা ক্লাবের ম্যানেজার নই, বিশ্বের সর্বকালের অন্যতম সেরাও।’
মরিনহোকে প্রশ্ন করা হয়েছিল, লিগ জিততে না পারলেও কি তিনি নিজেকে সেরা মনে করবেন? ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-এর জবাব, ‘অবশ্যই।’
ম্যানইউ লিগ টেবিলে ১৩ নম্বরে থাকা সত্ত্বেও মরিনহো উদ্বেগহীন। পাশাপাশি টেবলে শীর্ষে থাকা লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ রীতিমতো অস্বস্তিতে। লেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘ক্লুদ পুয়েল দায়িত্ব নিয়ে লেস্টার সিটির খেলার ধরন বদলে দিয়েছেন। আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে ওদের।’
শনিবার নামছে ইপিএলে খেতাবের অন্য দুই দাবিদার ম্যানচেস্টার সিটি ও চেলসি। ঘরের মাঠে নিউক্যাসলের বিরুদ্ধে খেলা পেপ গার্দিওলার দলের। চেলসির প্রতিপক্ষ বোর্নমাউথ। আগের ম্যাচে উলফসের বিরুদ্ধে ড্র করায় লিগ টেবিলে পাঁচ নম্বরে নেমে এসেছে গত বারের চ্যাম্পিয়নরা।