ইংরেজি
এমএ হামিদ খান
সহকারী অধ্যাপক, ইংরেজি
ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Preposition এর কিছু ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আরও কিছু নিয়মাবলী আলোচনা করা হলো।
পূর্ব প্রকাশের পর
USE OF PREPOSITION
6.For, Since: নির্দিষ্ট সময় (Point of time)- এর পূর্বে Sinceএবং অনির্দিষ্ট সময় (Point of time)এর পূর্বে for বসে। যেমন:
(i) It has been raining since moing.
(ii) It has been raining for three hours.
7.After/in:অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে afterএবং ভবিষ্যত্কালের ব্যাপক সময়ের পূর্বে inবসে। যেমন:
(i) I retued after six months.
(ii) I shall finish the work in a week.
(i) He will come in a month.
(ii) He will retu before4P.M.
(i) He is in the room (সে রুমের ভিতর আছে)
(ii) He entered into the room. ( সে রুমের ভিতর প্রবেশ করেছিল)
10.On/Over: কোন কিছুর উপর (লাগালাগি) বুঝাতে তার পূর্বে On এবং লাগালাগি না থেকে উপরে অনস্থান করলে তার পূর্বে Over
বসে। যেমন:
(i) The bok is on the table.( এখানে বই এবং টেবিল লাগালাগি)
(ii) The sky is over our heads.(এখানে আকাশ এবং মাথা লাগালাগি নয়)
11.Of/Off: কোন কিছুর বা কারোর বুঝাতে Of এবং কোন কিছু থেকে বিচ্ছিন্ন বুঝাতে Off বসে । যেমন:
(i) This is the house of my friend. (এটা আমার বন্ধুর বাড়ী)
(ii) The house is cut Off the village.(এই বাড়ীটি গ্রাম থেকে বিচ্ছিন্ন)
(i) We talked about literature. (আমরা সাহিত্য প্রসঙ্গে কথা বলছিলাম)
(ii) He is about to die.( সে প্রায় মৃত)
এগুলো ছাড়াও Word(Verb)এর পরে নির্দিষ্ট Preposition বসিয়ে নির্দিষ্ট অর্থ প্রকাশ করা যায়।
Preposition- এর ব্যবহারভেদে উক্ত Word(Verb) গুলোও ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থকে। যেমন:
1.Die-এর পর অর্থের তারতম্যে of,by,for,from ইত্যাদি বসে। যেমন:
(i) অসুখে মার গেলে-He died of cholera.
(ii) দুর্ঘটনা বা আকষ্মিভাবে মারা গেলে-He died by accident.
(iii) দেশ,জাতি,ধর্ম বা আত্বত্যাগ হলে- He died for the freedom of the country
(iv) অনাহার/অতিহারে মারা গেলে- He died from overeating of the country.
2.একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা হলে Withএবং অসম বা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা হলে to বসে। যেমন:
(i) Nazrul may be compared With Shelly.(ব্যাক্তির সাথে ব্যাক্তির)
(ii) Over lives may be compared to flowers.( জীবনের সাথে ফুলের)
যেমন:
(i) I have no use for the book.
(ii) There is no use of buying the book.
Note: Preposition এর ব্যবহার নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে।