• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

কাজ পেতে হাজারবার ফোন করেছিল প্রিয়াঙ্কা: সালমান

আপডেটঃ : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

সালমান খান বললেন, ‘ভারত’ সিনেমায় কাজ পেতে তার বোন অর্পিতাকে ১ হাজার বার ফোন করেছিলেন প্রিয়াঙ্কা। সিনেমাটি থেকে প্রিয়াঙ্কা চোপড়া সরে দাঁড়ানোর পর এমন বোমা ফাটালেন বলিউড সুপারস্টার সালমান খান। খবর এনডিটিভির।
বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘এটা সত্যি দুঃখজনক। প্রিয়াঙ্কা ভারত সিনেমায় কাজ করার জন্য অনেক আগ্রহী ছিলেন। তিনি এর জন্য পরিচালককে অনেকবার ফোন করেন, আমার বোন অর্পিতাকে ফোন করেন, প্রায় ১০০০ বার। অথচ হুট করে তিনি এই সিনেমা থেকে সরে গেলেন।’
সালমান আরও বলেন, ‘‘আমি প্রিয়াঙ্কাকে বলি ‘বিয়ে তো করছো এ সিনেমায় কাজ করার এতো তাগিদ কেন?’ তখন প্রিয়াঙ্কা বলে, ‘বিয়ে তো ৪ থেকে ৫ দিনের ব্যাপার বাকী সময় তো আমি ফ্রি’।’’
কিন্তু এ প্রজেক্টে কাজ করার জন্য প্রিয়াঙ্কার সময় লাগতো ৭৫ থেকে ৮০ দিন।
তিনি আরও বলেন, ‘প্রিয়াঙ্কা হয়তো বলিউডে আর কাজ করতে চাচ্ছে না। সে হলিউডে কাজ করবে।’
তবে  প্রিয়াঙ্কার নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন দাবাং-খ্যাত এ ‘মহানায়ক’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ