• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

‌‘খালেদাকে বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত’

আপডেটঃ : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই-চারদিন লাগবে। এটা চলমান প্রক্রিয়া। সচিবরা বসবেন, আমাদের আইজি প্রিজন বসবেন। তারপর ডাক্তারকে ডাকবেন, তারা যাবেন। দুই চারদিন সময় লাগবেই।
সোমবার বিকালে  রাজধানীর শেরেবাংলা নগর থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের  বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
উল্লেখ্য, এর আগে  রবিবার দুপুরে বিএনপি নেতারা বিশেষায়িত হাসপাতালে বিএনপি প্রধান খালেদার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে (সচিবালয়ে)  দেখা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাল (রবিবার) তাদের (বিএনপির) স্থায়ী কমিটির যে ৭জন সদস্য এসেছিলেন, তাদের স্পষ্টভাবে বলে দিয়েছি- তারা যে লিখিত ভাবে আমাদের অভিযোগ দিয়েছেন, তা আমরা পরীক্ষা করে দেখব। যে ডাক্তররা তাকে (খালেদা) পরীক্ষা করেছিলেন, তারা গিয়ে দেখবেন। সেই ডাক্তাররা যদি মনে করেন তার আরও চিকিৎসার দরকার, তাহলে আমাদের সরকারিভাবে সর্বোচ্চ তার জন্য করব, যদি প্রয়োজন হয়। এটা আমরা তাদের নেতাদের জানিয়ে দিয়েছি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দশ বছর পার করছি, এর মধ্যে অনেক নির্বাচন আয়োজন করেছি। পুলিশ তার যে দায়িত্ব তা সুচারুভাবে পালন করেছে। সবখানে বা কোনও ইলেকশনে কোনও ধরণের বিশৃঙ্খলা হয়নি। কাজেই আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা বাহিনী- পুলিশ, আনসার, বিজিবি তৈরি রয়েছে।
শেরেবাংলা নগর থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ