• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন

ভারতের সাথে উত্তেজনা বাড়িয়ে সড়ক বানাচ্ছে চীনের সেনা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
সংগৃহীত ছবি

বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। এবার সেই সিয়াচেনেও দেখা দিয়েছে উত্তেজনা! উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, সিয়াচেন থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে সড়ক বানাচ্ছে চীনের সেনা। ফলে আবারও প্রশ্নের মুখে পড়তে পারে ভারতের নিরাপত্তা।

সম্প্রতি একটি উপগ্রহচিত্র প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সেখানে দেখা যাচ্ছে, আজাদ কাশ্মীরের শাকসগাম এলাকায় সড়ক বানাচ্ছে চীন। উল্লেখ্য, ১৯৬৩ সালে ওই এলাকাটি চীনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। তার পর থেকে সেখানে একের পর এক পরিকাঠামো গড়ে তুলেছে বেইজিং। এবার ওই এলাকায় পৌঁছনো যাবে চীনের জাতীয় সড়ক ধরেই। পার্বত্য এলাকাতেই সম্প্রসারিত হবে জাতীয় সড়ক। জানা গিয়েছে, গত বছরের জুন ও আগস্ট মাসে তোলা হয়েছিল ওই উপগ্রহচিত্রগুলো।

প্রসঙ্গত, মার্চ মাসের পর দুবার সিয়াচেনে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার পরেই সিয়াচেনের ‘কান ঘেঁষে’ তৈরি হওয়া চীনা সড়কের হদিশ মিলেছে। তার পরেই মুখ খুলেছেন লেফটেন্যান্ট রাকেশ শর্মা। ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি বাহিনীর সদস্য ছিলেন তিনি। পূর্ব লাদাখ, কার্গিল এবং সিয়াচেন হিমবাহ এলাকায় মোতায়েন থাকে এই বাহিনী। রাকেশের কথায়, ‘এইভাবে সড়ক নির্মাণ একেবারেই বেআইনি। ভারতের উচিত চীনের কাছে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো।

কেন সিয়াচেনের গা ঘেঁষে সড়ক বানাচ্ছে চীন? বিশেষজ্ঞদের অনুমান, ইউরেনিয়াম-সহ নানা খনিজ পদার্থ পাকিস্তান থেকে চীনে পৌঁছনোর জন্যই এই সড়ক তৈরি হচ্ছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সড়ক ধরে যাতায়াত করবে পাকিস্তান-চীনের সেনাও। তার জেরেই প্রশ্নের মুখে পড়বে ভারতের নিরাপত্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ