• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

ফিলিপাইনের পর মাংখুটের তাণ্ডব চীন-হংকংয়ে, নিহত ৬৬

আপডেটঃ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

ফিলিপাইনে শনিবার ঘূর্ণিঝড় ম্যাংখুটের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া গেলেও বন্ধ হয়ে যাওয়া সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় গ্রামীণ এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কৃষি এলাকা কাগায়ানে ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি ও শক্তিশালী দমকা হাওয়া নিয়ে ঘূর্ণিঝড় ম্যাংখুট চীনের দক্ষিণাঞ্চলে দিকে এগিয়ে যাচ্ছে। খবর বিবিসি।
ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর রোববার হংকংয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ম্যাংখুট। ঘণ্টায় ১৬০ মাইল বা ২৫৭ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়টি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের উপর দিয়ে বয়ে গেছে। ঝড়ের কারণে বিভিন্ন ভবনের জানালা ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে পড়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। হংকংয়ের পর ঘূর্ণিঝড় ম্যাংখুট এবার চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপাইন সরকারের প্রধান দুর্যোগ সমন্বয়কারী ফ্রান্সিস টলেন্টিনো বলেন, এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কর্ডিলো প্রশাসনিক অঞ্চলেই নিহত হয়েছেন ২০ জন। এ এলাকায় নিখোঁজ রয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।
দেশটির জাতীয় ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা পরিষদের মতে, লুজনে ম্যাংখুটের আঘাতে ক্ষতির শিকার হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার দুটি শহর গতকাল পরিদর্শন করেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ