• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

কলকাতা মাতালেন বাংলাদেশের ভাইরাল কন্যা অবন্তী

আপডেটঃ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

অবন্তী সিঁথি। ইউটিউবের মাধ্যমে ‘কাপ সং’ উপহার দিয়ে ভাইরাল হন তিনি। সোলস ব্যান্ডের ‘কেন এই নিঃসঙ্গতা’ আর কুমার বিশ্বজিতের ‌‘যেখানে সীমান্ত তোমার’ শিরোনামের গান দুটি ভিন্ন বাদ্যযন্ত্রে গেয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। এবার দেখা গেলো তার নতুন চমক।

শনিবার ভারতের একটি টিভি চ্যানেলে নিজের প্রতিভা দেখিয়ে অবন্তী চমকে দিলেন ওপার বাংলার দর্শকদের। এরপর রবিবার সকাল থেকে অবন্তীর গাওয়া ও শিস বাজানো কিশোর কুমারের ‘আকাশ কেন ডাকে’ গানটি ভাইরাল হয়ে যায়। যা এখন ঘুরে বেড়াচ্ছে দুই বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মঞ্চে এসে উপস্থিত সবাইকে চমকে দেন বাংলাদেশের মেয়ে অবন্তী সিঁথি। তার কণ্ঠ, কাপ মিউজিক আর শিস অতিথি সহ ভারতীয় সঙ্গীতপ্রেমীদের নজর কেড়েছে।

অবন্তীর এই বিস্ময়কর পরিবেশনা দেখে উপস্থিত বিচারক শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর, পণ্ডিত তন্ময় বোস, রূপঙ্কর বাগচী, জয় সরকার ও শুভমিতার মতো নন্দিত শিল্পী-সুরকাররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। করতালি আর প্রশংসায় ভাসিয়ে দেন বাংলাদেশের মেয়েটিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ