• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

টাইফুনে ফিলিপিন্সে আড়াই লাখ টন ধান নষ্ট

আপডেটঃ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

সোমবার দেশটির কৃষি বিভাগ প্রাথমিক হিসাবের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবর।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে তাণ্ডব চালানো শক্তিশালী টাইফুনটির কারণে জমিতে থাকা মোট দুই লাখ ৫০ হাজার ৭৩০ টন ধান নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এক হাজার ২০৪ টন ভুট্টাও নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মাংখুটে মোট প্রায় নয় কোটি ২০ লাখ ডলার মূল্যের ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে তারা।

বিশ্বের অন্যতম প্রধান চাল আমদানিকারক দেশ ফিলিপিন্স। মাংখুট আঘাত হানার আগে থেকেই দেশটিতে চালের ঘাটতি ছিল। চালের খুচরা মূল্য বাড়ায় মুদ্রাস্ফীতি প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে।

শনিবার দুপুরে সুপার টাইফুন মাংখুট ২০০ কিলোমিটারেরও বেশি বাতাসের বেগ নিয়ে ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৫০ জন নিহত হয়।

বর্তমানে চীনের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ঝড়টি ইতোমধ্যে ওই অঞ্চলের গুয়াংডং প্রদেশে দুই জনের মৃত্যুর কারণ হয়েছে বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ