নতুন করে চীনা ৬০০০ পণ্যের ওপর শুল্কারোপ করতে যাচ্ছে আমেরিকা। আমেরিকা প্রশাসনের এমন সিদ্ধান্তে হুশিয়ারি দিলো চীন। খবর রয়টার্সের।
চীনের পক্ষ থেকে আজ (মঙ্গলবার) বলা হয়, আমেরিকা নতুন করে আমাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করলে আমরাও একবিন্দু ছাড় দিব না।
চীন অভিযোগ করে আরও জানায়, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু আমরাও পিছপা হচ্ছি না।
চীনের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র গেং সুয়াং সংবাদমাধ্যমে বলেন, চীন সবসময় চায় আমেরিকার সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে ব্যবসা করতে। কিন্তু আমেরিকা হয়তো সেটা চাচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা আমাদের দেশের স্বার্থ আগে দেখবো। আমাদের এখানকার কৃষকরা, ব্যবসায়ীরা যাতে উপকৃত হন সে চেষ্টাই আমরা করব।