হঠাৎই এশিয়া কাপের বাংলাদেশ দলে ডাক পান দুই বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। তাই চলমান এশিয়া কাপে বাংলাদেশের হয়ে অংশ নিতে আজ শনিবার সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সৌম্য ও ইমরুল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে রাজধানী ছাড়েন এই দুই ব্যাটসম্যান।
আরব আমিরাতে উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় বিমানের ভেতর বসে ইমরুলকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে পোস্ট করেন সৌম্য। ছবির সাথে ক্যাপশন দিয়েছেন এটি, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করা সব সময় গৌরবের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের জন্য আশীর্বাদ করবেন।’
বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান ও সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হার মানে টাইগাররা।
এশিয়া কাপের লড়াইয়ে টিকে থাকতে হলে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের।