• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

স্কুল-জীবনে আমি ভার্জিন ছিলাম: বিচারপতি কাভানাহ

আপডেটঃ : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

মার্কিন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহ দাবি করেছেন, জীবনে কখনও কোন নারীকে যৌন হেনস্থা করেননি তিনি। এমনকি হাইস্কুল জীবন শেষে অনেক বছর ধরে কোন ধরনের যৌন কর্ম করেননি।

 

সম্প্রতি একজন পুরুষ ও একজন নারী ব্রেট কাভানাহের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এ অবস্থায় তাঁর মনোনয়ন স্থগিতের দাবি ওঠে। অভিযোগের জবাব দিতে সোমবার স্ত্রীকে নিয়ে একটি টিভি লাইভে হাজির হন কাভানাহ। সেখানে নিজের যৌবনের দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

 

কাভানাহ ফক্স নিউজকে বলেন, ‘আমি হাইস্কুল ও এর পরবর্তী জীবনে দীর্ঘ সময় কোন ধরনের যৌনতার সঙ্গে যুক্ত হইনি। স্কুল জীবন থেকে আমি মেয়েদেরকে বন্ধু হিসেবে দেখতাম।’

 

এ সময় ভার্জিন বা কুমার থাকার প্রমাণ স্বরূপ স্কুল জীবন পরবর্তী সময়ে করা একটি ভার্জিনিটি টেস্টের রিপোর্টও উপস্থাপন করেন। নারীদেরকে সব সময় মর্যাদা ও সম্মান দিয়ে চলেন বলেও দাবি করেন কাভানাহ।

 

অনুষ্ঠানে কাভানাহের স্ত্রী বলেন, ‘ওর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসবে তা আমি ভাবতেও পারিনি। আমাদের মেয়েদের সঙ্গে এসব অভিযোগ নিয়ে আলাপ করতে আমরা বিব্রতবোধ করছি।’

 

যৌন হয়রানির অভিযোগ বিষয়ে আগামী বৃহস্পতিবার মার্কিন সিনেটে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন কাভানাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ